শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্বা মহিলাসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে , উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল উত্তরপাড়ায় ৮২ শতক জমি নিয়ে জিন্নাহ শেখ ও জাহান শেখের সাথে একই গ্রামের সাঈদ শেখ ও আকবর শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্হানীয় থানা পুলিশ এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির মীমাংসা করা হয়। কিন্তু জিন্নাহ শেখ ও জাহান শেখ সমর্থিত লোকজন এ মীমাংসা মেনে না নেওয়ায় দ্বন্দ্ব বাড়তে থাকে। সোমবার (২১ এপ্রিল) সাঈদ শেখের ছেলে রুবেল শেখ তাদের জমিতে একটি নতুন টিনের ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে বিকাল সাড়ে ৩ টার দিকে জিন্নাহ শেখের নেতৃত্বে জাহান শেখ, ফারুক শেখ ও আনিস শেখসহ ৮/১০ জনের একদল দূর্বৃত্ত রামদা,ছ্যানদা, লোহার রড,লাঠিসোটা নিয়ে সাঈদ শেখ সমর্থিত লোকজনদের ওপর হামলা চালিয়ে ছয় মাসের অন্ত: সত্বা মহিলাসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা হলেন, আজিবর শেখের ছেলে আজমল শেখ (৩১), আজিবর শেখের মেয়ে কলেজ শিক্ষার্থী আমেনা খানম (১৯), এনামুল শেখের মেয়ে ইয়াসমিন বেগম (৩০) ও শহীদুল শেখের স্ত্রী ৬ মাসের অন্ত: সত্বা সাগরিকা বেগম (২৭)। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো: আজমল শেখ (৩১) অভিযোগ করে বলেন, ‘সেনাবাহিনীর তত্বাবধানে স্হানীয় পুলিশ প্রশাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমির বিরোধ মীমাংসা করা হলেও জিন্নাহ শেখ সমর্থিত লোকজন আজ বিকালে অন্যায় ভাবে আমাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমরা সৃষ্ট ঘটনার বিচার চাই’।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..