নড়াইলের লোহাগড়ায় চলতি বছরে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমির সার্বিক তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, লোহাগড়া কলেজ ছাত্রদলের আহবায়ক ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাজ্জাদ সিকদার, শরিফুল ইসলাম লায়ন, ছাত্রনেতা ইব্রাহীম মোল্যা, আলআমিন, নাঈম সহ প্রমুখ।
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান বলেন, লোহাগড়া উপজেলা ছাত্রদল, যুব দলের নেতা কর্মীদের আমি সাধুবাদ জানাই, তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা লাক্সমি অক্লান্ত পরিশ্রম করে ও নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে খাবার পানি ও কলমসহ পরীক্ষার সামগ্রী বিতরন করছে তা সত্যিই প্রশংসনীয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, আমি সত্যিই আনন্দিত ও গর্বিত সোহেল রানা লাক্সমি সহ যারা অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য ধরে শিক্ষার্থীদের খাবার পানি ও পরীক্ষার সামগ্রী বিতরন করছে এজন্য দেশনায়ক তারেক রহমান ও লোহাগড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।