মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি (৫৫) মাস্টারকে মসজিদের মধ্যে পিটিয়ে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও সহপাঠী শিক্ষকরা ।আজ ২১ জুন ২০২১ সোমবার উপজেলা সদরে শিক্ষক সমাজ মানব বন্ধনের আয়োজন করেন। উল্লেখ্য পূর্ববিরোধের জের ধরে গত ১৯/৬/২১তাং শনিবার বিকেলে মোঃ আলাউদ্দিন (পাখি) মাস্টার (৫৫) নামের এক ব্যক্তির উপর নৃশসংস হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক আহত করে হামলা কারিরা পালিয়ে যায় । পাখি মাস্টার এর ডাকচিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে। প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়, তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।রবিবারে তার জানাজা সম্পুর্ন হয় মোঃ আলাউদ্দিন (পাখি) মাস্টার ওই এলাকার মৃত: আব্দুল হক মোল্যার ছেলে