বাঁধা হীন প্রেম – অসার, — নিঃরস
প্রেম এক চরম অনুভূতির — অনুরতি
স্বরূপ বিকশিত হয় হৃদয় হৃদয়ে
অশরীরী আত্মা খুজে ফেরে তার প্রীত
শ্বাসেই ধরে থাকে গতি — জীবনের
নিষ্কলুষ বায়ুর এ প্রেম’ ই তুমি
শান্তির নেশায় যে বৈরাগ্যের পথ
সেই আনন্দের প্রারম্ভিক’ ই তুমি
অদম্য ক্রোধ সমাহিত রক্ত প্রবাহে
শীতলতম স্পর্শের প্রথম পরশ’ ই তুমি
পরাক্রম উদগত রন্দ্রে রন্দ্রে বলিহারি
শক্তির সূচনার বিজয়ী স্রোত’ ই তুমি
পিড়া সুখ অসুখ স্বীকৃতি অস্বীকৃতি
মূল্যহীনে ধূলায় লুটায়
মর্যাদার অাভূষণে প্রেম শুধু তোমারই সৌন্দর্য
ছুঁয়ে ছুঁয়ে যায় মনের গলি
প্রেম বিনা না আছে জীবনের প্রাণ
না কোন তপ না তপস্যা
না কোন বৈরাগ্য — না সংসার
মনের মুকুরে,দেবা লিটু, ১৫/০৬/২১