শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার বরিশাল
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে জনতার আগুন
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। হত্যার ঘটনার পর এর প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি বরিশাল সিটি করপোরেশেনর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত নয়ন গাজী কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ৭ নম্বর কাউনিয়া ওয়ার্ডের শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক সংগ্রাম প্রতিদিন কে জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজ গাজীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সুরুজকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে বাধা দিতে গেলে নয়নকেও কোপানো হয়।

খবর পেয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ গাজীকে মৃত ঘোষণা করেন।

আবুল কালাম নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সুরুজ গাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পরায় এলাকার বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহিন হাওলাদারের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি নাজমুল নিশাত বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..