বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়া সরকারি আদর্শ কলেজে তিননব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন দ্রুত নির্বাচন দিয়ে সম্মানে সাথে বিদায় নিন: বাবর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ব কবিমঞ্চ ইউকের আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত সুবর্ণচর উপজেলাতে বন্ধ হয়ে যাওয়া স্কুল পূনরায় চালু করলেন সুবর্ণচর ইউএনও সুরাইয়া আক্তার লাকি। র‌্যাব-১৩’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-১ উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে-স্বরাষ্ট্র উপদেষ্টা বাবরের আগমনে তোরণ-ফেস্টুনে সেজেছে মোহনগঞ্জ ট্যাক্স ল’ইয়ার্স সোসাইটি ২০১৭’এর নির্বাচিত নতুন কমিটি ঘোষণা লন্ডনে ভালোবাসা দিবসের কনসার্টে আসিফ আকবরের সুরে মাতলো প্রবাসীরা

বাবরের আগমনে তোরণ-ফেস্টুনে সেজেছে মোহনগঞ্জ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকা নেত্রকোণায় আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাই বাবরকে বরণে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গেট -তোরণে সাজানো হয়েছে শহর -গ্রামের প্রতিটি মোড়। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণার মোহনগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে।

হাওরবেষ্টিত নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে গ্রেপ্তারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান।

১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোণা-৪ আসনে বইছে আনন্দের জোয়ার।

নেতার ফিরে আসার খবরে ভাটি বাংলার মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজ ভূমিতে পা রাখবেন বাবর, এ খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভাটি বাংলা। বাবরকে বরণ করতে তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে খণ্ড খণ্ড মিছিল করছে নেতাকর্মীরা।

লুৎফুজ্জামান বাবরের বাড়ি মদন উপজেলায়।

বাবরের স্বজন ও অনুসারীরা অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল হাসান রাকিব বলেন, বাবর আমাদের জনপদের গণ মানুষের নেতা। নেত্রকোণার মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করছে।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন, বাবর ভাই ফিরছেন এটা আমাদের পরম পাওয়া। বাবর আমাদের হাওরাঞ্চলের প্রাণ। তাকে ফিরে পেতে মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস বিরাজ করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..