মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন নরসিংদী – ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. আব্দুল মঈন খান । গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নরসিংদীতে ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কারের ফুটবল ম্যাচ বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪ টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ।

বাবরের আগমনে তোরণ-ফেস্টুনে সেজেছে মোহনগঞ্জ

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকা নেত্রকোণায় আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাই বাবরকে বরণে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গেট -তোরণে সাজানো হয়েছে শহর -গ্রামের প্রতিটি মোড়। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণার মোহনগঞ্জে গণসংবর্ধনা দেওয়া হবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে।

হাওরবেষ্টিত নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে গ্রেপ্তারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান।

১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোণা-৪ আসনে বইছে আনন্দের জোয়ার।

নেতার ফিরে আসার খবরে ভাটি বাংলার মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজ ভূমিতে পা রাখবেন বাবর, এ খবরে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় ভাটি বাংলা। বাবরকে বরণ করতে তাঁর নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে খণ্ড খণ্ড মিছিল করছে নেতাকর্মীরা।

লুৎফুজ্জামান বাবরের বাড়ি মদন উপজেলায়।

বাবরের স্বজন ও অনুসারীরা অধীর আগ্রহে তার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক জামিউল হাসান রাকিব বলেন, বাবর আমাদের জনপদের গণ মানুষের নেতা। নেত্রকোণার মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করছে।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন বলেন, বাবর ভাই ফিরছেন এটা আমাদের পরম পাওয়া। বাবর আমাদের হাওরাঞ্চলের প্রাণ। তাকে ফিরে পেতে মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস বিরাজ করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..