সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দারিদ্র বিমোচনের লক্ষে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রস্তুতি বিষয়ক পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সোমবার বেলা দুইটার দিকে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার ৪০ বেকার যুব পুরুষ ও মহিলা অংশ নেয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন খাঁনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল আহম্মেদ। উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন ইমপ্যাক্ট প্রকল্পের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং কর্মকর্তা মো.হাফিজুর রহমান