শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫
সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান

আগামী ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান।

এ উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এস এম ফেরদৌস রহমান বলেন, ‘পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং লোহাগড়ায় বিএনপির রাজনীতি চাঙ্গা করার লক্ষ্যে আমি সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীতা প্রত্যাহার করে দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা টিপু সুলতানকে সমর্থন করলাম। সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে বিজয়ী করার জন্য যা যা করনীয়,তাই করবো। শুধু তাই নয়, গোলাপ ফুল প্রতিকে সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে বিজয়ী করার জন্য তিনি সকল কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী টিপু সুলতান বলেন, ‘ এস এম ফেরদৌস রহমান আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি আমাকে সমর্থন করেছেন, এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার এই ত্যাগের কথা আমি মনে রাখবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টু, বিএনপি নেতা তানভীর মোল্যা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মুস্তাহিদুর রহমান আমিন, শেখ জহিরুল ইসলাম জহির, আযম মৃর্ধা, তানভীর রহমানসহ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..