শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মো. মিজানুর রহমান খোকন চৌধুরী

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খোকন চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। তিনি আগামীতে সামাজিক এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় অত্র এলাকার সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল শেখ ও মো. আলমগীর মোল্যা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট সমাজসেবক মো. খোকন চৌধুরী বলেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন আমার অজান্তে এবং আমার সাথে কোন আলাপ-আলোচনা না করে লক্ষ্মীপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। গঠিত কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার আগেই চেয়ারম্যান কাজী বনি আমিন মারা যান। একারণে দীর্ঘদিনেও গঠিত ওই কমিটি অনুমোদন হয় নাই। তাছাড়া আমার পিতা মরহুম ঈমান উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী স্বপ্নীল চৌধুরী সোহাগ স্হায়ী ভাবে ঢাকায় বসবাস করে এবং এ কারণে আমাকেও ঢাকায় অবস্হান করতে হয়। যে কারণে আমিসহ আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সকল রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। এখন থেকে আমি সামাজিক কর্মকান্ড এবং মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখবো বলে তিনি সাংবাদিক সম্মেলনে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..