মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি”এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ পালন উপলক্ষে নেত্রকোণায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের অজহর রোডস্থ বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে নেত্রকোণার শাখার আয়োজেনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদ নেত্রকোণা শাখার সভানেত্রী রেহানা সিদ্দিকী’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক তাহেজা বেগম উপস্থিত সংবাদিকবৃন্দের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ দশকের অধিক সময় ধরে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা নারীর ক্ষমতায়ন এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় দুই হাজার ৮৫৫ জন স্বেচ্ছাসেবার ভিত্তিতে নেত্রকোণার সাত উপজেলায় বিভিন্ন পাড়া, গ্রাম, মহল্লা এর তৃনমূল কমিটি ও জেলা শাখার মাধ্যমে ধারাবারিকভাবে কাজ করে যাচ্ছে।
কন্যার সহিংসতা প্রতিরোধে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব নারী আন্দোলনের ঘোষণা অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের সাথে একাত্ম হয়ে প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন করে আসছে বাংলাদেশ মহিলা পরিষদ নারী। এ বছরও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে “পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি”এ আহবানে চলতি বছরের ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় কমিটিসহ ৫৮টি জেলা শাখায় বহুমুখী কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করছে।
নভেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত এই এক বছরের নেত্রকোণা শাখার লিগ্যাল এইড বিষয়ক সংখ্যাভিত্তিক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে তিনি আরও বলেন, ৪৪টি অভিযোগের ভিত্তিতে ৩৩টি তদন্ত করে এবং উভয়পক্ষের সম্মতিতে শালিসের মাধ্যমে দাম্পত্য কলহ নিস্পত্তি করা হয়েছে ৩০টি। আইনি পরামর্শ প্রদান করা হয়েছে ১৮টি এবং জাতীয় আইনগত সহায়তা সংস্থাসহ মামলায় প্রেরণ করা হয় ১০ জনকে। চারটি শালিস সভা নিস্পত্তির পর দেনমোহর ও খরপোষ বাবদ ছয় লক্ষ টাকা আদায় হয়েছে।
সংগঠনের নেত্রকোণা শাখার সভানেত্রী রেহানা সিদ্দিকী বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান ও অগ্রগতি দৃশ্যমান হলেও নারী ও কন্যার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে না, যা গভীর সংকট সৃষ্টি করছে। নারী নির্যাতন কিছুটা কমলেও অপরাধের ধরণ পাল্টেছে। আগে এসিড নিক্ষেপের ঘটনা বেশি সংগঠিত হতো। এখন অনলাইনে নারী নির্যাতন বেড়েছে।
এ সংবাদ সম্মেলনে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জ্যৈষ্ঠ সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দৈনিক সমকালের প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ, ইনডিপেন্ট টিভির প্রতিনিধি লাভলু পাল, নাগরিক টিভির প্রতিনিধি কে. এম. সাখাওয়াত হোসেন, এসএ টিভির প্রতিনিধি দেবল চন্দ্র দাস, বাংলা টিভির প্রতিনিধি ইকবাল হাসান,দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ রফিকুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা শাখার সহ-সভানেত্রী শেফালী রানী, সহ-সাধারণ সম্পাদক ঊষা রানী রায়, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শাম্মী খান, প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা প্রমুখ

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..