শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

শরণখোলায় “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” পালনে উৎসব মুখর পরিবেশে বিএনপির নেতা কর্মীগণ।

মোঃ কবির হোসেন কিবরিয়া (বাগেরহাট) শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় আজ শরণখোলা উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম লাল এর সভাপতিত্বে আজ বিকেল ৩ টায় রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য জনাব কাজী খায়রুজ্জামান শিপন, প্রধান বক্তা ছিলেন, বিএনপি নেতা জনাব মোজাফফর হোসেন আলম, জনাব শহিদুল ইসলাম বাবুল, ডাঃ শফিকুল ইসলাম , জনাব এটিএম জসিম উদ্দিন জাফর তালুকদার, ফারুক আহমেদ (বিএসসি); সিকদার ফরিদুল ইসলাম ফরিদ, মনজুরুল করিম এনায়েত ,আনোয়ার আলতাফ হোসেন জোমাদ্দার, নাজমুল আহসান শিমুল গাজী, মধু তালুকদার,
শরণখোলা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতা কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকার, বিরোধী দল দমনের এজেন্ডা বাস্তবায়ন করে বিএনপি জামায়াত সহ কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়নি। সকল দলের অফিসসমূহ তালাবদ্ধ ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফিরে পাওয়া গণতন্ত্র পুনরায় ভারতের কাছে ইজারা দেয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন ,দ্রুত গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের ব্যবস্থা করা জরুরি। জনমতকে মূল্যায়ন করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপণ করলে জনগণ তার উচিত জবাব দিবে।

১৯৭৫ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রতিটি দিনই ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ও অর্থবহ দিন ৭ নভেম্বর। এদিন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহি-জনতা দুর্বার আন্দোলন গড়ে তোলেন। এর মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বীরউত্তমকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে। তিনি ছিলেন এই ঐতিহাসিক বিপ্লবের মহা নায়ক।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুতান্ত্রিক গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্ৰত করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহের নেতা কর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..