শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন 

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গননা শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ২৮১ ভোট পেয়ে মো: আহাদুজ্জামান বাটু (প্রতিক চশমা) নিয়ে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি জি এম নজরুল ইসলাম (দোয়াত-কলম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৬০ ভোট।
সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা) প্রতিক নিয়ে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ টিপু সুলতান আনারস মার্কা নিয়ে ৩৮৬ ভোট পেয়েছেন।
এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ (সিলিং ফ্যান) পেয়েছেন ২০১ভোট।
এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে মো: মিলু শরীফ (দোয়াত-কলম) প্রতিক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম শাহিন বিপ্লব (চশমা) প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মশিয়ার রহমান সান্টু (মোমবাতি) প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন এস এ সাইফুল্লাহ আল মামুন (মাছ) প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৫ ভোট। দীর্ঘ ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় লোহাগড়ার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা যারপরনাই খুশি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..