বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের

ভোলায় একাধিক মামলার আসামি মহসিন আটক

ভোলা,দৌলতখান, প্রতিনিধি। মো. রাশেদ খান।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ভোলায় পুলিশের অভিযানে ডাকাত দলের মাস্টার মাইন্ড মোঃ মহসিন (৫১) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) অনুমান দুপুর ১:৩০ ঘটিক দৌলতখান থানার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ছিদ্দিকুর রহমান, এসআই নাজমুল হাসান, এসআই রেহান উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি বলেন, একাধিক ডাকাতি ও অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মহসিন কে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে ভোলা সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারী বলেন, আসামি থানায় আছে। যে কয়টি থানায় তার নামে ওয়ারেন্ট আছে সে কয়টি থানায় তাকে প্রেরণ করা হতে পারে।
এদিকে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত মহসিন দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো কয়ছর আহাম্মদ এর পুত্র।
থানায় সংরক্ষিত বর্তমান তথ্য মতে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে ওয়ারেন্ট ভুক্ত আসামী।
এরপূর্বে রবিবার (১৩ অক্টোবর) বিকালে বরিশাল রেঞ্জ ডিআইজি মনজুর মোর্শেদ আলম ভোলার পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে “ডাকাত খ্যাত মহসিন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না” এমন প্রশ্নের জবাবে বলেন, “অপরাধী যে দলেরই হোকনা কেন, পার পাবে না। তার নামে একাধিক ওয়ারেন্ট থাকলেও দলীয় প্রভাব খাঁটিয়ে বারবার সে রেহাই পেয়ে যাচ্ছে।” সাথেসাথে তাকে গ্রেফতার করার জন্য উপস্থিত পুলিশ সুপার মোঃ শরিফুল হক কে নির্দেশনা প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..