আজ ১৩ই অক্টোবর আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস ২০২৪ এবারের প্রতিপাদ্য বিষয় ” আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনসীল ভবিষ্যৎ গরি। এই স্লোগানটি নিয়ে (সিপিপি) অফিস থেকে একটি র্যালি বের হয়। উপজেলা প্রশাসন কার্যালয়ঘূনিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক নিয়তি রানী কৈরী
বিশেষ অতিথিঃ-এইচ এম আনসার উদ্দিন
পিআইও দৌলতখান উপজেলা।
মোঃফারুক হোসেন তালুকদার উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি
আব্দুস শহীদ মেম্বার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি উপজেলা ডেপুটি টিম লিডার।
মোঃলোকমান হোসেন
সৈয়দপুর ইউনিয়ন টিম লিডার।
মোঃজামাল ভবানীপুর ইউনিয়ন টিম লিডার
মোঃরাজিব হোসেন সাগর
বিএইএফ অপারেটর দৌলতখান।
টিম লিডার জনাব,আব্দুস শহীদ মেম্বার সহ র্যালি টি দৌলতখান বাজার হয়ে পূনরায় উপজেলা নির্বাহী অফিস সভা কক্ষে এসে শেষ হয়। এবং উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী সকল (সি. পি.পি) সেচ্ছাসেবকদের কে বর্তমান ঘূর্ণিঝড় মৌসুমে একজোটে কাজ করার জন্য পরামর্শ দেন এবং (সিপিপির) বিভিন্ন বিষয়ে আরও গতিশীল করার জন্য এই বিষয় দিগনির্দেশনা দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত আলোচনা সমাপ্ত করেন।