শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

শরণখোলায় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মহিউদ্দিন খানের মাছের ঘের থেকে গলিত লাশ উদ্ধার।

মোঃ কবির হোসেন কিবরিয়া, শরণখোলা প্রতিনিধি, বাগেরহাটঃ
  • আপলোডের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
 শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মাছের ঘের থেকে গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান মহিউদ্দিন খানের ভাই আব্দুল লতিফ খানের ছেলে রুবেল খান ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতিনিয়ত ঘেরের মাছ মারা যাচ্ছে ,দেখে আজ সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে ঘেরে নামলে একপর্যায়ে জাল আটকে যায়।
জাল ছাড়াতে গিয়ে সেখানে লাশের  অস্তিত্ব আবিষ্কার করা হয়।
তাৎক্ষণিক শরণখোলা থানায় জানালে প্রশাসনের সহযোগিতায় সেখান থেকে গলিত লাশ উদ্ধার করা হয়।
আনোয়ার শরীফ নামে এলাকার জনৈক ব্যক্তি জানান, ঘেরের  মাঝে পানির নিচে ৭টি খুটি দিয়ে লাশ বেঁধে রাখা হয়েছিল। লাশ পচে গলে গিয়েছে, চেনার কোন উপায় নেই।
এদিকে ৩০.০৯.২৪ ইং তারিখ খোন্তাকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  বানিয়াখালি গ্রামের সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক ব্যক্তি নিখোঁজ হয় এবং ০৫.১০.২৪ ইং তারিখ জিডি করা হয়,আজ ০৯.১০.২৪ ইং তারিখ সকালে চেয়ারম্যান মহিউদ্দিনের ঘেরে লাশ পাওয়া গেলে গ্রামবাসী ও সিদ্দিক এর আত্মীয়-স্বজন সেখানে যায় এবং গামছা দেখে লাশ সনাক্ত করে ,বলে এটি সিদ্দিকের লাশ হবে।
এলাকাবাসীর দাবী, ফরেনসিক রিপোর্ট পেলে লাশটির পরিচয় জানা যাবে।
পুলিশ সূত্রে জানা যায়, লাশটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি তবে পোস্টমর্টেম রিপোর্ট এর পর জানা যাবে লাশটি আসলে কার !
ইতিমধ্যেই শরণখোলা থানা অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম কামরুজ্জামান, মোড়েলগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস এম আশিকুর রহমান ও বাগেরহাট জেলা সিআইডি কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আশা করা যায়, প্রশাসন অতি দ্রুত বিষয়টি তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন করবেন। লাশ পোস্ট মডেমের জন্য বাগেরহাট পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..