শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে নড়াইলে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
 শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
 শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। নেত্রকোণার একজন কৃতী সন্তানকে ভিসি হিসেবে দেখতে চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধন চলাকালে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, ডা. আবুল হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নেত্রকোণায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও ভাটি বাংলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ভিসির পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে নেত্রকোণার যে কোনো একজন যোগ্য সন্তানকে ভিসি হিসাবে নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহলেন জন্য রাষ্ট্রপতির প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মূল ফটকের নামফলকে শেখ হাসিনার নামটি মুছে ফেলা হয়। নতুন করে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় নামকরণ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। বর্তমানে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..