শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ ও আ.লীগের নেতাকর্মী গ্রেপ্তার-৪

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে ছাত্রলীগের এক নেতা ও এক ইউনিয়ন চেয়ারম্যানসহ আওয়ালীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃত সকলকে গত বছরের ২৮ সেপ্টেম্বর তারিখে বিস্ফোরক দ্রব্যাদি আইনে বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক এবং গাগলাজুর গ্রামের হাজী আব্দুল মালেকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৪)। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও গরুহাট্টা এলাকার মৃত হাকিম আলী মুন্সীর ছেলে খলিল শিকদার (৫৫)।

এছাড়াও আ.লীগের অঙ্গ সংগঠনের গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নওহাল এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আবু সাইদ (৪৫) এবং ছাত্রলীগের মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মাইলোড়া এলাকার আলী আজগরের (সাগর) ছেলে মাহমুদ আল নুর সমাপ্ত (২৪)।

শুক্রবার (৯ মে) দুপুর ৩টার দিকে গ্রেফতারকৃত সকলকে জেলা আদালতে প্রেরণের করা হয়েছে বলে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার দিনগত রাতের বিভিন্ন সময়ে মোহনগঞ্জ শহরে পৃথক পৃথক স্থানে অভিযানে পরিচালনা করা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রবাদি আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত সকলকে আজ (শুক্রবার) বিকেলের দিকে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..