মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

দৌলতখানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. রাশেদ খান।। ভোলা, দৌলতখান প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আজ মঙ্গলবার ০৩-০৯-২০২৪ইং সকাল ১১ টায় “দৌলতখানে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্পায়ন চাই” এই স্লোগানে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন ও পথসভা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতখান, ভোলার মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয় ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভোলা জেলায় ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়া হবে এমন প্রতিশ্রুতি ভোলাবাসীকে বিগত সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং সে প্রতিশ্রুতির প্রেক্ষিতে ২০১৩ সালে ভোলা শহরের ঘরে ঘরে গ্যাসের সংযোগ প্রদান শুরু হয়। ইতোমধ্যে ভোলা শহরের মাত্র ২৩ শতাধিক পরিবারে গ্যাসের সংযোগ প্রদান করা হয়। অথচ সংযোগ প্রদানের জন্য বহু আবেদন পত্র জমা পড়ে আছে। আমাদের জানামতে আরো বহু শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনের জন্য আবেদন জমা পড়ে আছে। আমাদের ভোলা জেলায় গ্যাস দিয়ে ভোলার উন্নয়ন করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত একান্ত জরুরী। তাই আমাদের দাবী সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এবং ভোলাবাসীর দাবী দৌলতখান সহ অন্যান্য উপজেলায় গ্যাস সংযোগ প্রদান করতে হবে। বিগত ০২/১১/২০২১, ১৭/০২/২০২২ এবং ২০/০৯/২৩খ্রিঃ তারিখে মানববন্ধন, পথসভা, বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি পালিত হয়। আজ ০৩ সেপ্টেম্বর ২০২৪খ্রিঃ, ভোলার ন্যায় দৌলতখান উপজেলাতে আমরা মানববন্ধন ও পথসভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আপনার বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছি। আমরা আশাকরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ ভোলার গ্যাস প্রসঙ্গে যে কোন সিদ্ধান্ত গ্রহণে ভোলাবাসীর জনস্বার্থ বিশেষ ভাবে বিবেচনা করবেন। ভোলার প্রতিটি উপজেলায় গ্যাস সংযোগ প্রদান ও গ্যাস ভিক্তিক শিল্পায়নের আশু সিদ্ধান্ত নিবেন, এ আশাবাদ আপামর জনগণের।

ভোলা দৌলতখান বাসীর পক্ষে,
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) দৌলতখান, ভোলা। সার্বিক সহযোগিতায় “এ্যাকোম্পেনি ফর ডেভেলপমেন্ট (এডি)’র নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সর্বসাধারণের অংশগ্রহণে উক্ত কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..