শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শান্তি পূর্ণ  আন্দোলন কর্মসূচি পালন

মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা ঃ
  • আপলোডের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
সাতক্ষীরায় এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের শান্তি পূর্ণ  আন্দোলন কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে ছাত্র-ছাত্রী,অবিভাবক,আইনজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ  একত্রিত হয়ে সাড়ে ১১টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। ১দফা ১দাবি স্লোগান দিতে দিতে  সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের নিউমার্কেট মোড় অবরোধ করে। পরে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশে করেন আন্দোলনকারীরা।সেখানে আন্দোলনকারীদের পক্ষে ইসমাইল হোসেনসহ তিনজন বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। এ সময় কোটা আন্দোলনে ঢাকার উত্তরায় নিহত সাতক্ষীরার আসিফ হাসানের নামের সাতক্ষীরার খুলনা রোড মোড়কে আসিফ চত্বর নামকরণের দাবি জানান।
প্রায় দেড় ঘণ্টা সাতক্ষীরা-যশোর সড়ক, সাতক্ষীরা-খুলনা সড়ক, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক ও সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। বেলা  একটার দিকে তাঁদের কর্মসূচি শেষ করেন। বিক্ষোভ মিছিলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।।পুলিশ আন্দোলনকারীদের কোনো বাধা দেয়নি।এই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় আপনারা শান্তি পূর্ণ ভাবে সমাবেশ করলে আমরা কিছু বলবো না, আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদের নিরাপত্তার জন্য, আপনারা শান্তি পূর্ণ ভাবে সমাবেশ করুন।এসময় ছাত্র ছাত্রীর পক্ষ থেকে  সাতক্ষীরা সদর সার্কেল এস পি কে বলা হয়।বিভিন্ন এলাকায় সরকার দলীয় নেতাকর্মিরা ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকিসহ আন্দোলনে বাঁধা প্রদান করছে।এক্ষেত্রে আমরা কি করতে পারি?  সাতক্ষীরা সদর সার্কেল এস পি মীর আসাদুজ্জামান বলেন, আমাদের জানাবেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে  ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..