মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা  লোহাগড়ায় বাল্যবিবাহের সাথে  সম্পৃক্ত থাকার অভিযোগে চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা লোহাগড়ায় বাল্যবিবাহের সাথে  সম্পৃক্ত থাকার অভিযোগে চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে দালাল নিয়োগ দিয়ে  লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩ পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক

বাগেরহাটে অসহায় হত দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন জনতার এমপি শেখ সারহান নাসের তন্ময়

রাকিবুল ইসলাম সুমন বাগেরহাট প্রতিনিধ
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপি।

মঙ্গলবার (২রা এপ্রিল) বিকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহ:) মাজার মাঠে শেখ তন্ময় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া এ্যাড: হেমায়েত উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার এক হাজার জনের মধ্যে এক হাজার প্যাকেট নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং পাঁচ হাজার জনের মধ্যে পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, দুধ, আলু, পিয়াজ,সেমাই।

শেখ তন্ময় এমপি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতিবছরের ন্যায় এবারও আমার নির্বাচনী এলাকায় সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা প্রতিবছর বৃহৎ পরিসরে ইফতার পার্টির আয়োজন করে থাকি। এবার প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন ইফতার পার্টির আয়োজন না করার জন্য, তাই আমরা এবার ইফতার পার্টির আয়োজন করিনি।

তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ পরবর্তী সময়ে আমরা আবারও একসাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করবো। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, শেখ হাসিনার উপর আস্থা রেখেছেন। আমরা সেই আস্থার প্রতিদান দিয়ে যাবো সবসময়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..