শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

বাগেরহাটে অসহায় হত দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন জনতার এমপি শেখ সারহান নাসের তন্ময়

রাকিবুল ইসলাম সুমন বাগেরহাট প্রতিনিধ
  • আপলোডের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপি।

মঙ্গলবার (২রা এপ্রিল) বিকালে বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী (রহ:) মাজার মাঠে শেখ তন্ময় এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া এ্যাড: হেমায়েত উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু লুচি। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলার এক হাজার জনের মধ্যে এক হাজার প্যাকেট নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং পাঁচ হাজার জনের মধ্যে পাঞ্জাবি, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, দুধ, আলু, পিয়াজ,সেমাই।

শেখ তন্ময় এমপি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রতিবছরের ন্যায় এবারও আমার নির্বাচনী এলাকায় সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা প্রতিবছর বৃহৎ পরিসরে ইফতার পার্টির আয়োজন করে থাকি। এবার প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন ইফতার পার্টির আয়োজন না করার জন্য, তাই আমরা এবার ইফতার পার্টির আয়োজন করিনি।

তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ পরবর্তী সময়ে আমরা আবারও একসাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করবো। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, শেখ হাসিনার উপর আস্থা রেখেছেন। আমরা সেই আস্থার প্রতিদান দিয়ে যাবো সবসময়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..