বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন

লোহাগড়ায় মা ও মেয়েকে পিটিয়ে আহত করে বসতবাড়ি দখলের চেষ্টা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

নড়াইলের লোহাগড়া শহরের সিংগা মশাগুনি এলাকায় মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়েছে একদল দূর্বৃত্ত। আহত মা-মেয়েকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে একই এলাকার বহুল আলোচিত মামলাবাজ, জাল-জালিয়াতি নাজিম উদ্দীন দেওয়ানের নেতৃত্বে তার ছেলে আলিফ দেওয়ানসহ ৪/৫ জনের একদল দূর্বৃত্ত শাবল ও লাঠিসোঁটা নিয়ে লক্ষীপাশা বাজারের বিশিষ্ট মিষ্টান্ন ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের মেয়ে ময়না বেগমকে (২৮)  পিটিয়ে আহত করে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার প্রায় ৩ ঘন্টা পর বেলা ২টার দিকে  নাজিম উদ্দীন দেওয়ান ও তার ছেলে আলিফ দেওয়ানের নেতৃত্বে ৪/৫ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুনরায় ব্যবসায়ী শেখ নিজাম উদ্দীনের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ী নিজাম উদ্দীনের স্ত্রী লাবনী বেগম (৫০)  দূর্বৃত্তদের ঠেকাতে গেলে তিনিও হামলার শিকার হন। এ সময় এলাকাবাসী আহত লাবনী বেগমকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে লোহাগড়া থানার এসআই তৌফিক হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী শেখ নিজাম উদ্দিন গণমাধ্যমকর্মীদের বলেন,  আমি অভিযুক্ত নাজিম উদ্দীন দেওয়ানের ছোট ভাই বিপ্লব দেওয়ানের কাছ থেকে রেজিস্ট্রি দলিলমূলে বসতবাড়ি ক্রয় করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিন্তু নাজিম দেওয়ান আমার ক্রয়কৃত বসতবাড়ি তার দাবী করে বুধবার দু’দফায় মহিলাদের ওপর হামলা চালিয়ে বসতবাড়ি দখলের জন্য চেষ্টা চালায়। আমি মামলাবাজ, ভূমিদস্যু ও জাল-জালিয়াতকারী নাজিম উদ্দীনসহ জড়িত দোষীদের আইনের আওতায় আনার দাবী করছি’।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..