শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

উখিয়া সংবাদকর্মীকে “গুম ও খুনের হুমকি” ৪জনের বিরুদ্ধে থানায় জিডি

উখিয়া প্রতিনিধি কক্সবাজার
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউপির বালুখালী এলাকার একটি সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরে প্রতিনিয়ত খুন,গুম, হামলা, মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন চক্রটি।

গত শুক্রবার (১৯ জানুয়ারি-২৪) উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকীর শিকার হওয়া সংবাদকর্মী হলেন, তারেকুল রহমান। তিনি দৈনিক সংগ্রাম প্রতিদিন এর উখিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তারেকুল পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোঃ নুরুল আলম প্রকাশ নুরু মাষ্টারের ছেলে।

তারেকুল রহমান বলেন, আমি সংগ্রাম প্রতিদিন এর পাশাপাশি সীমান্ত বার্তায় কাজ করি। বিভিন্ন সময় অনলাইন পেইজে ও পত্রিকায় এলাকার চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। তার জন্য গত (১৯ জানুয়ারি) বিকাল ৪ঘটিকার সময় আমাকে রাস্তায় পেয়ে খুন, গুম, হামলা, মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে প্রকাশ্যে হুমকি দেন। যার কারণে আমি নিজের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় সাধারণ ডায়েরি (জিডি)যাহার নং ৮৭৩ লিপিবদ্ধ করি। হুমকী দাতা বিবাদীরা হলেন, পালংখালীর ২নং ওয়ার্ডের বালুখালীর পুরাতন রোহিঙ্গা মৃত আবু বক্করের পুত্র মাহমুদুল হক প্রঃ বার্মাইয়া মাহমুদুল্লাহ (৫০), তার পুত্র মোঃ হোছাইন ছোটন (২৮) ও ছৈয়দ নুরের পুত্র নুরুল আজাদ আশিক (৩২), ১ নং ওয়ার্ডের সাবেক দফদার সাহাব উদ্দিনের ছেলে একাম উদ্দিন (২৫)। জিডি সুত্রে জানা যায়, উক্ত বিবাদীগণ পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার সংলগ্ন ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে তারেকুলকে দেখিতে পাইয়া কেন তাহাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়াছে বলিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তিনি বাঁধা নিষেধ করায় বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমার শার্টের কলার ধরিয়া টানা হেঁচড়া করে। তৎ সময়ে বিবাদীগণ হুমকি দিয়ে বলেন তাকে সময় সুযোগে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে, মিথ্যা মামলায় জড়িত করিয়া হয়রানী করিবে সহ বিভিন্ন ধরনের অপরাধজনক ভয়ভীতি ও হুমকি প্রদান করে। জিডিতে আরো উল্লেখ করেন, বিবাদীগণ যে কোন মুহুর্তে তার জান ও মালের ক্ষয়ক্ষতিসহ মিথ্যা মামলায় জড়িত করিয়া হয়রানী করিতে পারে মর্মে আশংকা করিতেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হোসাইন বলেন, তারেকুল রহমান নামের এক সংবাদকর্মী থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..