মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সাভারে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার করার চেষ্টা হয়েছে 

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
সাভারে মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু (৪১) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি ) দুপুরে সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডের গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোঃ আনোয়ার হোসেন ওরফে আনু গেন্ডা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে।
অভিযুক্তরা হলেন ১। মোঃ আনোয়ার আলী মোল্লা (৫৫), পিতা-ইসমাইল মোল্লা ২। রাশেদ মোল্লা এবং ৩। বারেক মোল্লা উভয় আনোয়ার আলী মোল্লার ছেলে। অভিযোগসূত্রে জানা যায় আনোয়ার হোসেন গেন্ডা এলাকায় দীর্ঘদিন যাবত রড় সিমেন্টের ব্যবসা করে আসছে। অভিযুক্তরা তার দোকানে এসে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকী দিতে থাকে। পরে তিনি বিষয়টি এলাকার লোকজনদের জানায়। এতে তারা তার উপর আরও বেশী ক্ষিপ্ত হয়।পরে ১৮ই জানুয়ারি দুপুরে অভিযুক্ত বারেক মোল্লা মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে তাকে গেন্ডার মহিলা মাদ্রাসার দক্ষিণে ফাঁকা জায়গায় যেতে বলে। সে তাদের কথার সরল বিশ্বাসে করে সে স্থানে যায়। পরে অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা ২/৩ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে অবস্থায় দেখিতে পায়। তখন অভিযুক্ত মোঃ আনোয়ার আলী মোল্লা পূর্বের ন্যায় তার নিকট তাহাদের দাবীকৃত চাঁদার টাকা দাবী করে। তিনি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করে। পরে অভিযুক্ত মো: আনোয়ার আলী মোল্লা তাহার হাতে থাকা ধারালো দা দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথার ডান পার্শ্বে চোয়ালের উপরে আঘাত করে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। আঘাতের ফলে তিনি মাটিতে পড়িয়া গেলে অভিযুক্ত মো: রাশেদ মোল্লা তাহার হাতে থাকা লোহার শাবল দিয়ে তার বাম হাতের কুনইতে আঘাত করে ফুলা রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া হাড় ভাঙ্গা জখম করে। অভিযুক্ত মোঃ বারেক মোল্লা তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ব্যবসায়িক নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়া যায়। ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান তিনি গেন্ডা এলাকায় দীর্ঘদিন ধরে আনোয়োর এন্ট্রারপ্রাইজ নামীয় রড় সিমেন্টের দোকান পরিচালনা করে আসছেন।এ বিষয়ে সাভার মডেল থানার এসআই রাজিব বলেন ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছেন।  সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..