আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় দলটির নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এসময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আজাদীর লড়াইয়ে কোনো দাঁড়ি হয় না, কেবল কমা হয়—এটি একটি চলমান প্রক্রিয়া। ১৯৭১ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মুক্তির লড়াইয়ের ধারাবাহিকতা রয়েছে। এই লড়াইয়ের সম্মুখ সারীর যোদ্ধা হিসেবে শরীফ ওসমান হাদীকে টার্গেট করে গুলি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার হলো—স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে।”
ব্যারিস্টার ফুয়াদ বলেন, “বিজয়ের মাসে দাঁড়িয়ে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই দিনটি আমাদের হাজার বছরের মুক্তির সংগ্রামকে সম্মান জানানোর দিন। কারণ ১৯৭১-এর মুক্তির লড়াই সেখানেই শেষ হয়ে যায়নি, বলেই আমাদের বারবার রক্ত দিতে হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, এই মুক্তির লড়াইয়ে আগেও শতশত মানুষ জীবন দিয়েছেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। শত্রুদের জেনে রাখা উচিত—বুলেট দিয়ে মুক্তির লড়াই বন্ধ করা যায় না।”
উপস্থিত নেতৃবৃন্দ
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও আলতাফ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাজাহান ব্যাপারী, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, গাজীপুর মহানগর সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রব জামিল, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মশিউর রহমান মিলু, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, যুব পার্টির মহানগর উত্তরের আহ্বায়ক মাহফুজুর রহমান ইমতু, সদস্য সচিব ইশরাত জাহান লিজা, মহানগর দক্ষিণের আহ্বায়ক মাসুদুর রহমান ও সদস্য সচিব শরীফ হোসেন।