আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিইসি বলেন, “আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে—আমার মাথার ওপর বাজ পড়েছে।”
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
বৈঠকের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নির্বাচন ঘোষণার পরপরই এমন সহিংসতা নির্বাচন পরিবেশের জন্য শুভ লক্ষণ নয়।”
তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত এবং ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হিসেবে সক্রিয় রয়েছেন।