সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মদনে যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ১৩ রেলস্টেশনের মধ্যে ৪টিই বন্ধ জুলাই যুদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির খোকসা মাঠপাড়ার আলোকিত কান্ডের প্রধান আসামি রাহুল অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। জুলাই সনদের অঙ্গীকারনামায় যা যা আছে মূলত দুর্ঘটনার কারণেই সুব্রত চন্দ্র দাস নিহত হন মর্মে পুলিশের প্রেস রিলিজ। একজন গ্রেফতার। খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ ভোগান্তি ট্রেনের যাত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী এইচএসসিতে পাসের হারে ধস, কমেছে প্রায় ১৯ শতাংশ

লোহাগড়ায় নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মো: মোশারফ হোসেন মোল্লা,  ষ্টাফ রিপোর্টার : 
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
 নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩৯ তম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরের উন্মুক্ত মঞ্চে  নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টির সহ-সভাপতি বরেণ্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শ.ম. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার লিনা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রয়াত নুর মোহাম্মদের পুত্রবধূ মরিয়ম বেগম সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
এ বছর ৪টি কলেজ ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা থেকে ২৬৮ জনকে মোট ১ হাজার টাকা করে ২ লক্ষ ৬৮ হাজার টাকা এবং উচ্চ শিক্ষায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা, সর্বমোট ২ লক্ষ ৯৩ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..