বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছে জনতা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ- এবি পার্টি পাটকেলঘাটায় আবারও সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ। প্রধান উপদেষ্টা বলেন, পচা বাংলাদেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাবো নড়াইলে  ট্রাক চাপায় নাতিসহ ৩ জন নিহত. আহত ১ ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ 

লোহাগড়ায় ১২শ গ্রাহকের  গচ্ছিত অর্থ আত্মসাৎ ও সমিতির  ম্যানেজারকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোশারফ হোসেন মোল্যা  ষ্টাফ রির্পোটর নড়াইল 
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
লোহাগড়ায়
গ্রাহকদের  প্রায়  ১০ কোটি গচ্ছিত টাকা আত্মসাৎ ও সমিতির  ম্যানেজার কে পরিকল্পিত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ ডিসেম্বর) বেলা ১১টায়  নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর  গ্রামস্থ্য মিল বাজারে ক্ষতিগ্রস্থ  গ্রাহকদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালে রামকান্তপুর মিল বাজারে রামকান্তপুর মিলবাজার আদর্শ সমিতি নামে একটি সমিতির কার্যক্রম শুরু করেন  নোয়াগ্রাম ইউনিয়নের  চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে মোঃ নুর ইসলাম ওরফে নুর মিয়া((৬০)  সহ কয়েকজনে মিলে। সর্বশেষ গ্রাহক সংখ্যা ছিলো প্রায় ১২শ। ওই গ্রাহকদের কাছ থেকে সমিতির কর্মকর্তারা সঞ্চয়, আমানত, ডিপিএস সহ নানা প্রলোভন দিয়ে  প্রায় ৩ কোটি (আসল) টাকা লুফে নেয়। সর্বশেষ  সুদ-আসল সহ গ্রাহকদের পাওনা প্রায় ১০ কোটি টাকা ।
                  ক্ষতিগ্রস্তরা জানান, ওই সমিতির ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেন মোঃ নুর ইসলাম। তিনি শারীরিক প্রতিবন্ধিও  ছিলেন। গ্রাহকরা হঠাৎ করেই টের পান সমিতির পরিচালকরা টাকা-পয়সা নিয়ে ছলচাতুরি করছেন। পালিয়ে বেড়াচ্ছেন। তারা টাকা ফিরে পাবার  জন্য মোঃ নুর ইসলামসহ অন্যদের বারবার তাগিদ দিতে থাকেন। গ্রামে এ বিষয়ে কয়েক দফায় শালিসও হয়। শালিসে  মোঃ নুর ইসলাম  টাকা ফেরত দিতে সম্মত হন। কিন্তু সম্মতি  প্রদানের রাতেই (১৮ অক্টোবর ২০২৩)  মোঃ নুর ইসলাম  এর মৃত্যু ঘটে। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।  গ্রাহকদের অভিযোগ মোঃ নুর ইসলাম  কে পরিবারের সদস্যরা  শ^াসরোধসহ আঘাতে হত্যা করে নিজ ছেলের ঘরে দঁড়িতে ঝুঁলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। পুলিশ খবর পেয়ে তার  লাশ উদ্ধার করে এবং পোষ্ট মর্টেম সম্পন্ন করে। এ ঘটনায় লোহাগড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
  সমিতির গ্রাহক চরশামুক খোলা গ্রামের ওবায়দুর রহমান জানান তিনি সমিতির কাছে  ৩৩ লাখ টাকা পাবেন। এছাড়াও  গ্রাহক সবুজ মোল্যা ১ লাখ, ইদ্রিস মোল্যা আড়াই লাখ, তরিকুল ৫ লাখের বেশি, সাইফুল ১১ লাখ টাকা পাবেন। পাওনাদারের সংখ্যা প্রায় ১২শ। ক্ষতিগ্রস্থরা জানান, সমিতির সদস্যরাসহ নুর ইসলামের আত্মীয় স্বজনে দেশের বিভিন্ন স্থানে বাড়ি, গাড়ি ফ্লাট করেছেন গ্রাহকের টাকায়। গ্রহকের টাকা আত্মসাৎ করতেই  মোঃ নুর ইসলাম কে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছে পরিবারের লোকজন  মৃত  মোঃ নুর  ইসলামের স্ত্রী মর্জিনা বেগম  হত্যাসহ টাকা আত্মসাতের  অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামী আত্মহত্যা করেছেন। পোষ্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে। একই দাবি মৃত ব্যাক্তির ছেলে জুয়েল রানার স্ত্রী শারমিনের।
 লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যর প্রকৃত কারন বলা যাবে।  তবে, হত্যাকান্ড হলে  দোষিরা অবশ্যই শাস্তির আওতায় আসবে।
ক্ষতিগ্রস্থ  গ্রাহকরা সঠিক তদন্তের মাধমে  হত্যাকারীদের শাস্তি প্রদান ও পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..