সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০৩, তাং-০১/১২/২০২৩ খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে মামলার বাদী মোঃ তারেকুজ্জামান(৩১), পিতা-মৃত: হাসানুজ্জামান, সাং-রোড নং-১৬৩ হাউজিং এস্টেট, থানা-খালিশপুর, মহানগর খুলনা গত ০১/১২/২০২৩ খ্রিঃ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ী মোড় হতে ইজিবাইক যোগে সোনাডাঙ্গা বাসটার্মিনালের দিকে যাওয়ার পথে সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ স্মরণীস্থ সিটি ইন হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে গ্রেফতারকৃত আসামী ১) আকাশ হাওলাদার(২১), পিতা-হানিফ হাওলাদার, সাং-আরাফাত আবাসিক এলাকা, থানা-হরিণটানা; ২) আমিন খান@শামীম(২৫), পিতা-আব্দুল মোতালেব খান, সাং-সোনাডাঙ্গা বাইপাস বাসস্ট্যান্ডের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল এবং পলাতক আসামী ৩) রানা(২৩), পিতা-মন্টু খন্দকার, সাং-সোনাডাঙ্গা আদর্শপল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীগণ একটি মোটরসাইকেল যোগে পিছন দিক থেকে মামলার বাদীর বাম হাতে থাকা ০১টি Redmi Note 5 মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। বাদী তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সহায়তায় ০২টি মোটরসাইকেল দিয়ে আসামীদের পিছু পিছু ধাওয়া করে। একপর্যায়ে উক্ত থানাধীন মজিদ স্মরণীস্থ আই হসপিটাল সংলগ্ন Yellow শো-রুমের সামনে থেকে ০১/১২/২০২৩ খ্রিঃ রাত্র অনুমান ০৭:৩২ ঘটিকার সময় উপস্থিত লোকজনের সহায়তায় আসামীদ্বয়কে আটক করেন। আটককালে মামলার ০৩ নং আসামী রানা(২৩) কৌশলে Redmi Note 5, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশেরর টহল টিমরানা(২৩) ঘটনাস্থল উপস্থিত হয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এবং ছিনতাই এর কাজে ব্যবহৃত ০১টি TVS Apache RTR ১০০ সিসি মোটরসাইকেল, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১১-৬৫৫১ উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক পুলিশ হেফাজতে নেন। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা রুজু করা হয়েছে।