বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের হরতাল অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রামে দক্ষিণ জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার রুবেলের নেতৃত্বে আনোয়ারা উপজেলার বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের চাতরী চৌমহনী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার বলেন,বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসও নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। আনোয়ারার -কর্ণফুলী অভিভাবক আমাদের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওনার আনোয়ারায় কোন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে তার জন্য আমরা জনগনকে সাথে নিয়ে মাঠে থাকবো।