শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

জনপ্রিয় জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকায় সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

সংগ্রাম প্রতিদিন ডেস্ক :
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন এর সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ,  দৈনিক সংগ্রাম প্রতিদিন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,আমরা কলম সৈনিক,

দৈনিক সংগ্রাম প্রতিদিন,এগিয়ে চলছে,সারাদেশ।  প্রিন্ট ও অনলাইন এবং মাল্টিমিডিয়া,রিপোর্টার হওয়ার সুযোগ রয়েছে। কলেবরে নিয়মিত প্রকাশিত হয় প্রতিদিন। নিত্য নতুন সংবাদ গণমানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

পদগুলোর নাম: আন্তর্জাতিক ,বিনোদন, ক্রীড়া ও
বিশেষ প্রতিনিধি,নিজস্ব প্রতিবেদক,স্টাফ রিপোর্টার, রিপোর্টার,বিভাগীয় প্রধান জেলাপ্রতিনিধি,উপজেলা প্রতিনিধি,ও ক্যাম্পাস প্রতিনিধি:

পুরুষ/মহিলা,যে সব জেলা ও উপজেলা খালি থাকার শর্তে,

১) খুলনা বিভাগ:-
খুলনা,চুয়াডাঙা, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর,যশোর

২)চট্টগ্রাম বিভাগ:-
কক্সবাজার,কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, চাঁদপুর
নোয়াখালী, বান্দরবান,ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি

৩) ঢাকা বিভাগ:-
কিশোরগঞ্জ, গাজীপুর,টাঙ্গাইল, নারায়ণগঞ্জ
ফরিদপুর,মাদারীপুর,মুন্সীগঞ্জ রাজবাড়ী, শরীয়তপুর

৪) বরিশাল বিভাগ:-
ঝালকাঠী, পটুয়াখালী পিরোজপুর, বরগুনা,বরিশাল

৫) ময়মনসিংহ বিভাগ:-
জামালপুর,নেত্রকোনা,ময়মনসিংহ

৬) রংপুর বিভাগ:-
কুড়িগ্রাম, দিনাজপুর নীলফামারী, রংপুর লালমনিরহাট

৭) রাজশাহী বিভাগ:-
চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট,নওগাঁ, নাটোর,পাবনা
বগুড়া

৮) সিলেট বিভাগ:-
মৌলভীবাজার, সুনামগঞ্জ

বর্তমানে ৪৫ টি জেলা প্রতিনিধি  পদ শূন্য আছে,) এছাড়া কিছু সংখ্যা উপজেলায় ও খালি আছে।

দক্ষতাঃ

ছবি এবং ভিডিও এডিটিং করা,কন্ঠ দিয়ে কনটেন্ট তৈরি করা, ফেসবুক, ইউটিউব, অনলাইনে পেজে লাইভ করা দক্ষতা, সমাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার জন্য  একটিভ থাকতে হবে। পত্রিকা টি নিজের মনে করার মত মন মানসিকতা থাকতে হবে।

 

আবেদনের যোগ্যতা:
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১) সর্বনিম্ন ডিগ্রী পাস হইতে হবে,বিশেষ প্রতিনিধি সহ সকল পদের জন্য,

২) এইচএসসি পাশ হইতে হবে শুধু মাএ উপজেলা প্রতিনিধির জন্য,

৩) বিশেষ দ্রব্য : আইডি কার্ডের এবং নিয়োগ পত্র জন্য কোন প্রকার টাকা লাগে না।

শর্ত গুলো অনুযায়ী কাজ করতে হবেঃ

১) কপি করা বা বাসি নিউজ করা যাবে না।
২) সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতার থাকতে হবে।
৩) কর্মরত জেলা ও উপজেলা স্থানীয় বাসিন্দা হইতে হবে।
৪) নেশা ও মাদকমুক্ত হইতে হবে।
৫) অফিসের সকল নির্দেশনা গুরুত্ব সহকারে পালন করতে হবে।
৬) ভিডিও নিউজ সহ সপ্তাহে, ৪/৫ টি অনুসন্ধানী প্রতিবেদনে তৈরি করতে হবে।
৭) ভাষাগত দক্ষতা থাকতে হবে, এবং কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সেই সম্পর্কে ধারনা থাকতে হবে।
৮) শর্তসাপেক্ষে ও আলোচনা মাধ্যমে প্রচারের জন্য প্রতিদিন ( ২০ কপি) পত্রিকা নিতে হবে বিল পরিশোধ করতে হবে।

৯) প্রতি মাসে ১/২ বিজ্ঞাপন দিতে হবে, সকল বিজ্ঞাপনের জন্য ৫০% কমিশন পাবেন।

১০) আপনি যদি বর্তমানে ঢাকা থেকে কোনো পত্রিকার সাথে জড়িত থাকেন আবেদন করবেন না

 

@ (আবেদনের সাথে কাগজ পত্র সমৃহ সংযুক্ত করতে হবে )

(১) এন আই ডি কার্ডের ফটোকপি (২)পাসপোর্ট সাইজের  ছবি ২ কপি (৩)  জীবন বৃত্তান্ত /

৪)  সকল সার্টিফিকেট  এর ফটোকপি,

পাঠানোর ঠিকানা:

(সুন্দরবন কুরিয়ার সার্ভিস মিরপুর ১ ঢাকা

বরাবর
সম্পাদক: দৈনিক সংগ্রাম প্রতিদিন,, অফিস:১৫০/সি, ২য় কলোনী মাজার রোড, শহীদ বুদ্ধিজীবী ১ নং গেট থানা: দারুসসালাম, মিরপুর ১ ঢাকা ১২১৬

মোবাইলঃ ০১৯১৩-০২৬৮৬১,
ই-মেইলঃ sangrampratidin@gmail.com

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..