মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  ক‍্যাডার বৈষম্য নিরসনে সা’দত কলেজে কর্মবিরতি” লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু। লোহাগড়া উপজেলার লাহুড়িয়া মাদক সম্রাট রুবায়েত  ১০০ পিচ ইয়াবা সহ, গ্রেফতার বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করল লাকসাম থানা পুলিশ। ঈদগাঁও মেহেরঘোনায় ১৯০০ পিস ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা  মোহনগঞ্জে অসুস্থ অটোরিকশা চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রবাসী সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা কক্সবাজারে স্থাপিত হতে যাওয়া পাবলিক  বিশ্ববিদ্যালয়টি নবগঠিত ঈদগাঁও উপজেলায় স্থাপনের দাবি উঠেছে

নড়াইলে বরকত হত্যা মামলায় গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
 নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর এহসান হাবিব তুফানের বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি
হয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছে। এদিকে শুক্রবার (১ সেপ্টেম্বর) তুফানের বিরুদ্ধে দলিল লেখক বরকত শেখ হত্যার ঘটনায় লোহাগড়া থানায় হত্যা মামলা হয়েছে। এ মামলার বাদি নিহতের
স্ত্রী  ফাতেমা খাতুন। মঙ্গলবার (২৯ আগস্ট) লোহাগড়ার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলফু শেখের ছেলে দলিল লেখক বরকত শেখ (৫৬) স্থানীয় প্রতিপক্ষের হাতে খুন হয়।লোহাগড়া থানার ওসি মো: নাসির উদ্দিন  বলেন, বরকত হত্যার ঘটনায় পৌর কাউন্সিলর এহসান হাবিব তুফানকে ২নম্বর আসামি করা হয়েছে। শুক্রবার (১সেপ্টেম্বর) ভোর রাতে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় ২জন এজাহারভূক্ত দুইজনকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতাররা
হলেন-লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার ছেলে হামিম মোল্যা (২২) এবং একই গ্রামের মৃত-আয়নাল মোল্যার ছেলে ইমরান মোল্যা (২৪)।
নড়াইল সদর থানার ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, লোহাগড়ার বরকত হত্যার কয়েক আসামি কাউন্সিলর তুফানের বাসায় অবস্থান করছে এমন খবর পেয়ে তার বাড়িতে বুধবার গভীর রাতে অভিযান চালানো হয়। পরে তুফানসহ আরও দু’একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি করে চাইনিজ কুড়াল, রামদা, চাকু ও এয়ারগান উদ্ধার করা হয়। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পৌর কাউন্সিলর তুফানের বিরুদ্ধে নড়াইল সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও বরকত হত্যার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..