সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩ পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান

রায়পুর সাংবাদিক ইউনিয়ন নির্বাচন- সভাপতি জহির সম্পাদক ফারুক

রায়হান হোসেন রায়পুর (লক্ষ্মীপুর)
  • আপলোডের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

লক্ষ্মীপুরের রায়পুরের সাংবাদিক সংগঠন রায়পুর সাংবাদিক ইউনিয়ন নির্বাচন ২০২৩-২৪ সেশন সভাপতি পদে দৈনিক ঢাকা পত্রিকার রায়পুর প্রতিনিধি জহির হোসেন সভাপতি ও দৈনিক আজকের প্রভাতের রায়পুর প্রতিনিধি ফারুক হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬শে আগষ্ট) বেলা তিনটা নাগাদ শুরু হয় সংগঠনটির নির্বাচন। এ নির্বাচনে দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী ভোট গ্রহন শেষ হয় বিকাল ৫ টায়। পরে সন্ধ্যা ৭ টা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। এতে মোট পাঁচটি পদে সরাসরি ভোটে লড়েছেন ১০ জন কলম সৈনিক। এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে এম এইচ রনি (দৈনিক নাগরিক ভাবনা), অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম (দৈনিক আজকের সংবাদ), দপ্তর সম্পাদক পদে রায়হান হোসেন (দৈনিক সংগ্রাম প্রতিদিন) জয়লাভ করেন।

অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডেইলি পিপলস পত্রিকার রায়পুর প্রতিনিধি আবু সাঈদ জুটন। যুগ্ম কমিশনার হিসেবে ছিলেন, আবদুর রহমান চৌধুরী তুহিন( দৈনিক মাতৃছায়া), শাহাদাত হোসেন শিমুল (দৈনিক শিক্ষা তথ্য), শরিফ হোসেন (দৈনিক দেশ সেবা)।

ফলাফল ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনূর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন, একই ক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন ভুঁইয়া দুলাল,সহ-সভাপতি আবদুল করিম, বিশিষ্ট সাংবাদিক হৌসাইন আহমেদ নিক্সন,রায়পুর সাংবাদিক ক্লাবের সভাপতি আজম খান, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাহমুদ সানি। রায়পুর থানার এসআই আতিকুল ইসলাম। আবদুল মান্নান প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার আবু সাঈদ জুটন বলেন,নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনূর রশিদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। নির্বাচিতদের অভিনন্দন। শুভ কামনা সকলের জন্য।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..