রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচনঃ সভাপতি ছানু, সম্পাদক বিপ্লব

মো: তাসীন ইসলাম/মো. মামুন হোসাইন, (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মানিকগঞ্জ  আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২৫) সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে গোলাম ছারোয়ার ছানু (দৈনিক জনকণ্ঠ) সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণসভা শুরু হয়ে বিকেল ২ টায় শেষ হয়। পরে বিকেল ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহন শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫ টা পর্যন্ত। মোট ৫৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫ টায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার পর বিকাল ৬ টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের মুখপাত্র নির্বাচন কমিশন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলিস্টার ) পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ২০ ভোট।

সহসভাপতি পদে কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) ৩৮ ও  মো. শাহজাহান বিশ্বাস (নিউএজ) ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ১৯ ও  মাহবুব আলম জুয়েল (সাপ্তাহিক সময়ের সংবাদ) ১৩ ভোট পান।

সহ-সম্পাদক পদে রিপন আনসারি (মানবজমিন) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন (ডিবিসি নিউজ) পান ১৬ ভোট।

প্রচার প্রকাশনা সম্পাদক পদে মো. আকমল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু) ২৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খোন্দকার সুজন হোসেন ২৩ ভোট পান।  দপ্তর সম্পাদক পদে মো. আজিজুল হাকিম (মাইটিভি) ৩২ ভোট পেযে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর ) ২০ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় যুগ্ম সম্পাদক পদে মঞ্জুর রহসান,(ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ পদে শাহিনুর রহমান (ইনকিলাব) ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জাহিদুল ইসলাম চন্দন (দীপ্ত টিভি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কালেরকণ্ঠের প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন। এর আগে সকালে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..