শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

গ্রাম পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠান করেন ১নং মেরুং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী )

নুর নবী হোসেন রনি  দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
দীঘিনালায় আজ ৫আগস্ট  রোজ শনিবার, দীঘিনালা ১নং মেরুং ইউনিয়ন ১ নং ওয়ার্ড নয় মাইল নামক এলাকায়  একটি  উঠান বৈঠক করেন স্থানীয়  গ্রামবাসীর   উদ্যোগে, এ সময় উপস্থিত ছিলেন  প্রধান অতিথি হিসেবে  ১নং মেরুং ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী) ও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ  আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা  সাংবাদিক ফোরামের, সভাপতি  মোঃ আব্দুল জলিল   উপস্থিত ছিলেন , এ সময় সবার উদ্দেশ্যে বক্তব্য দেন    ১ নং মেরুং ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান বলেন  , আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৪ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা প্রচার করেন, আগামী জাতীয় নির্বাচনে  নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে দেশকে আরো অনেক দূর  এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান, ১ নং মেরুং ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান, আরো বলেন, আমাদের খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার, নানান মৌখিক  উন্নয়নের  কথা তুলে ধরেন, উঠান  বৈঠক অনুষ্ঠানে  । শেষ পর্যায়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান   চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী) ২ নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ ঘনশ্যাম ত্রিপুরা মানিক, ১ নং ওয়ার্ড সদস্য ভুবন মোহন ত্রিপুরা, স্থানীয় কার্বারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের প্রতি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..