শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিন : মমতাজ”

মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

 মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, কেউ যদি ক্ষমতায় থেকে ভাল কাজ করে, আরেকজন আইসা(এসে) বন্ধ করে, এগুলো নিয়ম হইয়া গেছে। তাই উন্নয়নের ধরা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন। তানাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুরে গালা ইউনিয়নের কান্দালংকা গ্রামের কাজি বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মমতাজ বেগম বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে, আমি প্রধানমন্ত্রীকে বলেছি ভাতার টাকা বৃদ্ধির জন্য, আপা আমার কথা আমলে নিয়েছেন।

তিনি বলেন, আমাকে এবং নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে।

পদ্মা সেতু থেকে হরিরামপুর হয়ে যমুনা সেতু পর্যন্ত বেরিবাধ নির্মানের প্রকল্প হবে জানিয়ে মমতাজ বলেন, হরিরামপুরে বেরি বাঁধ হয়েছে, কিছু কাজ চলমান আছে আর নদী ভাঙবেনা। ভাঙন রোধে কাজ করেছি। শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।

গালা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন হারুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার জলি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সিঙ্গাইর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..