সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩ পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান

লোহাগাড়া দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী নেতা রোমেল!

জাহিদুল হক রনিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন লোহাগড়ার ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, নিরিবিলি পিকনিক স্পটের স্বত্বাধিকারী ইঞ্জিঃ সৈয়দ মফিজুর রহমানের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শফিকুর রহমান রোমেল। অস্ট্রেলিয়া প্রবাসী আওয়ামী লীগের এই নেতার দীর্ঘদিন পরে নিজ জন্মস্থানে আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

নেতার আগমন উপলক্ষে সোমবার দুপুর হতেই নেতা-কর্মীরা বিভিন্ন স্থান হতে খন্ড খন্ড ভাবে লক্ষ্মীপাশা পোস্ট অফিসের সামনে একত্রিত হন। এর পর তারা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল সহকরে প্রিয় নেতাকে এগিয়ে নিতে কালনা সেতুর টোল প্লাজার খোলা জায়গায় সমবেত হয়ে অপেক্ষা করেন।বিকাল ৫:১০ মি. আওয়ামী লীগ নেতা রোমেল টোল প্লাজায় প্রবেশ করলে নেতা-কর্মীরা আনন্দে উদ্ভাসিত হয়। এসময় তারা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, স্থানীয় সাংসদ মাশরাফি বিন মুর্তজা ও রোমেলের নামে শ্লোগানে শ্লোগানে টোল প্লাজার চারপাশ মুখরিত করে তোলে। গাড়ি থেকে নেমে রোমেল অপেক্ষারত নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত নেতা-কর্মীরা তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরন করে নেয়। এরপর সেখান থেকে নেতা-কর্মীরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে লোহাগড়ার উদ্দেশ্য রওনা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি লোহাগড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা আর্দশ বিদ্যালয়ের খেলার মাঠ মঞ্চের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে নিজ দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা রোমেল বলেন, ‘দীর্ঘদিন যাবত আমি দেশের বাইরে অবস্থান করলেও আমি আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছি, যার জন্য দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুদূর অস্ট্রেলিয়া আওয়ামী লীগের গুরু দায়িত্ব দিয়েছেন। দেশে ফিরে আমি নড়াইল উন্নয়নের রুপকার মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথে দেখা করে নড়াইল তথা আমার জন্মস্থান লোহাগড়ার উন্নয়নে নিজেকে শামিল করার অনুরোধ জানিয়েছি। মাননীয় সংসদ সদস্য আমাকে লোহাগড়াবাসীর উন্নয়নে যেকোন সহোযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বর্তমানের তরুণ প্রজন্মের অনেকের সাথেই আমার পরিচয় নেই,তরুণদের নিয়ে আমি কাজ করতে চাই, আমি যতদিন এলাকায় থাকবো আপনারা সবধরনের উন্নয়নমূলক কাজেই আমাকে পাশে পাবেন। সামনের নির্বাচনে দলীয় ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’ প্রবীন সাংবাদিক রুপক মুখার্জির পরিচালনায়, সভাপতিত্ব করেন যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর শেখ পলাশ। অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর ফারুক শেখ, পৌর শ্রমিক লীগ সভাপতি শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ হানিফ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ পিকুল,সাংবাদিক শিমুল হাসান,সাংবাদিক জাহিদুল হক রনি, টিপু সুলতান, কাজি ইমরান হোসেন,আজিজুর রহমান, ইপি সদস্য ছাইদুল রহমান,বিশিষ্ট ব্যবসায়ী শেখ মামুন সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ ও এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..