সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে চসিক মেয়র

মোঃ সাইফুল্লাহ ফটিকছড়ি প্রতিনিধি:-
  • আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান ৬ অক্টোবর রবিবার টাইগারপাসস্থ চসিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশন’র মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী ট্রাস্টের পক্ষ হতে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্তদের হাতে চেক তুলে দেন। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য এবং কারা পরিদর্শক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সদ্য নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচএম আলি আবরাহা দুলাল, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল হক, চসিক কাউন্সিলর মোঃ ইলিয়াস, এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুফিরা মানবতার কল্যাণের জন্যে এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ্র প্রতিনিধি হিসেবে সুফি, আউলিয়া-কিরামরা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা ও বিশৃংখলা পরিহার এবং সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির যে প্রচেষ্টা বিশ্ব নেতৃবৃন্দ করে যাচ্ছেন তা একমাত্র সুফিদের আদর্শ লালন পালনের মাধ্যমে সম্ভব। ট্রাস্টের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকান্ড আমাদের সমাজ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে বিভন্ন খাতে সহায়তা প্রাপ্তদের মাঝে প্রায় দশ লক্ষ টাকার সহায়তার চেক প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..