সেবাই হোক আগামীর মূলনীতি আর প্রশাসন হোক জনতার ভাগ্যলিপি এই স্লোগান নিয়ে বর্তমান নেত্রকোণা জেলার প্রথম নারী সম্মানিত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,গণশুনানির কার্যক্রম হাতে নিয়েছেন তিনি।
কারণ তিনি গত দু’মাস হলো যোগদানের পর থেকেই নেত্রকোণা জেলার ১০টি উপজেলার আগত দর্শনার্থীদের সেবার মান উন্নতি রাখার প্রত্যয়ে প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম হাতে নিয়েছেন তিনি।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আগত সেবা-দানকারীদের কথা অতি মনোযোগী হয়ে শুনেন এবং আইনি মাধ্যমে সম্ভব হলে নিজেই বিষয়টি শেষ করেন আর না হলে যে দপ্তরের ঘটনা সেই দপ্তরে ফোন করে সমস্যার সমাধান করার জন্য তাগিদ দেন তিনি।
এই রকম একটা ভাল উদ্যোগকে সাধুবাদ জানান, নেত্রকোণা জেলার সুশীল সমাজ, রাজনীতিবিদ,গণমাধ্যম এবং সুধীসমাজ।
আগত দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, এই প্রথম গণশুনানির কার্যক্রম হাতে নেওয়ায় তাৎক্ষনিক সমস্যা সমাধান করায় আনন্দিত হয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।
এই বিষয় নিয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকেই ডিসি অফিসে আসতে সংকুচ বুধ করেন এবং মনের ভিতর ভয় কাজ করে তাদের। তাই আমি জনগণের সেবক হিসেবে তা মানতে নারাজ,কারণ সরকার আমাকে পাঠিয়েছে জনতার সেবার মান ভাল রাখতে। তাই আমি প্রতি বুধবার গণশুনানির কার্যক্রম হাতে নিয়েছি এবং আগত ব্যক্তিদের সংঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো বলে জানান তিনি।