সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩ পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান

হাতিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত :

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নোয়াখালীর হাতিয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোসলেহ উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান, নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিনাজ সহ সাংবাদিক বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির মনিরুজ্জামান দুলাল সহ অন্যান্যরা । খেলাটি ছৈয়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলের কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে হারিয়েছে। অপরদিকে বঙ্গবন্ধু বালক দলের নিঝুম দ্বীপ ইউনিয়ন বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কৃষ্ণবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়েছে।

এসময় খেলাটি পরিচালনা করেন, রেফারী জুয়েল চন্দ্র দাস, সহযোগী রেফারী জসিম উদ্দিন ও রাসেল। ধারাভাষ্যে ছিলেন এমরান হোসেন ও আমিরুল ইসলাম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)মোসলেহ উদ্দিন ও সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..