শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

সাতক্ষীরার এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার সকাল ৮ টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর টিকেট গ্রামের নদী সংলগ্ন একটি বাগান থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা গাভা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার মুখ, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

ওই ছাত্রীর এক স্বজন জানান, সে ও তার ছোট বোন প্রতিদিন সন্ধ্যায় নদী পার হয়ে গ্রামের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যেত। গতকাল সন্ধ্যায় তার ছোট বোন আগে পড়তে যায়। কিছুক্ষণ পর সে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

গত রাত ৯ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরে ছোট বোন তার মাকে জানায়, বড় বোন পড়তে যায়নি। এরপর থেকে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। গভীর রাত পর্যন্ত আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি।

এদিকে আজ সকালে স্থানীয় লোকজন নদীর পাড়ের একটি বাগানে ওই ছাত্রীর লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, ওই স্কুল ছাত্রীর পরনের জামা ছেঁড়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..