বোয়ালমারীতে দেশী অস্ত্র জমা দিলেন শান্তির শপথে গ্রামবাসী।
ফরিদপুরের বোয়ালমারীতে বিরোধ ছেড়ে শান্তির শপথ নিয়ে দেশীয় অস্ত্র জমা দিয়েছেন গ্রামবাসী। এ সময় ঢাল-শরকি, কাতরা, বল্লম, চাইনিজ কুঁড়াল, টেঁটাসহ শতাধিক দেশীয় অস্ত্র জমা দেন তারা।
রোববার (২৯ আগস্ট) উপজেলার চণ্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়। বোয়ালমারী থানার ৪নং বিট ঘোষপুর ইউনিয়ন এ সমাবেশের আয়োজন করা হয়।
পুলিশ জানায়, ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা এলাকায় দীর্ঘদিনের বিরোধে ঘোষপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. চান মিয়া ও সাবেক সেনা সদস্য কাজী রফিউদ্দিনের গ্রুপ ঢাল-শরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তো। এতে উভয়পক্ষের অনেকেই আহত, পঙ্গুর পাশাপাশি অসংখ্য মামলায় জড়িয়ে পড়েন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং উপপরিদর্শক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপারের উপস্থিতিতে চান মিয়া এবং কাজী রফিউদ্দিন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র জমা দেয়।