নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।অদ্য ইং ২০/০৮/২১ তারিখে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে দুপুর ১.২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)
মহোদয়ের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম এস আই (নিঃ) সঞ্জীব ঘোষ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ, কনস্টেবল মোঃ সালমান ও মোহন সহ লোহাগাড়া থানাধীন কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য (গাঁজা) ব্যবসায়ী
মোঃ ফেরদৌস সিকদার, পিতা- মৃত নুর ইমাম শিকদার, গ্রাম- কাশিপুর, থানা- লোহাগড়া জেলা- নড়াইলকে তার নিজ বাড়িতে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয় করার সময় ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।নড়াইল জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।