বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে দৌলতখানে বিক্ষোভ চাঁদা না পেয়ে ট্রাকের মালামাল লুট,পৌর ছাত্রদলের আহ্বায়ক আটক পুলিশের ২৫২ এসআই অব্যাহতি.. স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেফতার শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বিক্ষোভ  কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শরণখোলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ। ভালুকায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয় দখলের অপচেষ্টার অভিযোগ

নাটোরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু হয়।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

নাটোরে একই দিনে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে তিন ভাইয়ের মৃত্যু হয়।

মৃতরা হলেন শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী শরীফুল ইসলাম পচু (৫৬) তার বড় ভাই বাবলু রহমান (৫৮) এবং ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৫০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদরের চকরামপুরে অবস্থিত নাটোর জেলার বৃহত্তম ও বিখ্যাত পচুর হোটেলের সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে শুক্রবার ভোরে মারা যান।

এ খবর শোনামাত্র তার আপন বড় ভাই বাবলু রহমান চকরামপুরে নিজ বাড়িতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

এদিকে, তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনিও মারা যান। শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদ মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্থানে দুই ভাই পচু ও বাবলু রহমানকে কবর দেওয়া হয়েছে।

আজ শনিবার (১০ জুলাই) আরেক ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হবে। নাটোরবাসীর অতি পরিচিত এই তিন ভাইয়ের মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া, নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..