নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণ শ্রমিক বাহাদুর শেখ (৪০) মধুমতি নদীর ওপর নির্মাণাধীন কালনা সেতুতে কাজ করছিলেন।
কিন্তু সেতুর পিলারের পাইলিং কাজে ব্যবহৃত একটি বড় লোহার শিট (টিনের পাত) বাহাদুর শেখের মাথার ওপর পড়লে তিনি মারাত্মক জখম হন।
সেতুর অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসাপাতালে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্য হয়।
নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার এলেঙ্গা গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।