শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি

ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা।

আমজাদ ভোলা
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ভোলায় ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আসিফ আলতাফ এর উদ্যােগে
বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়
উক্ত বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ভোলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যন্য অংঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ
এ সময় প্রতিযোগীরা ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে কিভাবে রক্ষা পায় বাংলাদেশ তা নিয়ে আলোচনা করেন। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও মহান স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে।
প্রতিযোগিরা আলোচনা করেন৭ নভেম্বর শুক্রবার ভোরে রেডিওতে ভেসে আসে, “আমি মেজর জেনারেল জিয়া বলছি।” জেনারেল জিয়া জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিয়ে শান্তিপূর্ণভাবে যথাস্থানে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানানো নিয়ে আলোচনা করেন। ওইদিন রাজধানী ঢাকা ছিল মিছিলের নগরী। পথে পথে সিপাহী-জনতা আলিঙ্গন করেছে একে অপরকে। “আল্লাহু আকবর”, “বাংলাদেশ জিন্দাবাদ” ধ্বনিতে ফেটে পড়েন তারা। সিপাহী-জনতার মিলিত বিপ্লবে ভণ্ডুল হয়ে যায় স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্র। আনন্দে উদ্বেলিত হাজার হাজার মানুষ নেমে আসেন রাজপথে। সাধারণ মানুষ ট্যাঙ্কের নলে পরিয়ে দেন ফুলের মালা। এই আনন্দের ঢেউ রাজধানী ছাড়িয়ে দেশের সব শহর-নগর-গ্রামেও পৌঁছে যাওয়া নিয়ে প্রতিযোগীরা আলোচনা করেন
তাছাড়া প্রতিযোগীরা বলেন আমরা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দীক্ষা অন্তরে ধারন করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, রাষ্ট্রঘাতী চক্রের কবল থেকে অচিরে আবার রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেবে জাগ্রত জনতা।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জনাব আসিফ আলতাফ, সদর উপজেলার সদস্য সচিব জননেতা জনাব হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা মঞ্জু, জাহাঙ্গীর,রাসেলসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের নেতাকর্মী বৃন্দ
সমাপনী বক্তব্য আসিফ আলতাফ বলেন আমাদের বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা,প্রকৃত গনতন্ত্রের বিকাশ, বাকশালী কায়েম ব্যবস্থা থেকে মুক্তির ঐতিহাসিক ইতিহাস জানতে পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে এ প্রতিযোগিতা আয়োজন ইনশাআল্লাহ চলমান থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..