 
																
								
                                    
									
                                 
							
							 
                    গলাচিপার চরকাজল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেরা প্রশাসন: আজ ত্রাণ বিতরণ
পটুয়াখালী, গলাচিপা – পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল বাজারে গত শনিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতির অনুমান করা হচ্ছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবুল হাসনাত আরেফিন ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিককে ৭,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়াও, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান-এর পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৬,০০০ টাকা নগদ অর্থ, দুই বান করে ঢেউটিন, শুকনো খাবার (চাল, ডাল, তেল, লবণ) এবং ৫টি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর রানা সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই দ্রুত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন।