শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন , ই-পেপার

সা’দত কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

 

সরকারি সা’দত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্যাহ তালুকদার (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহিদুজ্জামান (সদস্য সচিব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি- ২০২৫ ও সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ)। এছাড়াও উপস্থিত ছিলেন সা’দত কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ড. মাখদুমা পন্নী । উপস্থিত ছিলেন সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমণ্ডলী, টাঙ্গাইল জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী, বিএনসিসি, রোভার স্কাউট, বাধন, রেড ক্রিসেন্ট, ডিবেটিং ক্লাব সহ সকল সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এস. এম. গিয়াস উদ্দিন (আহবায়ক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি- ২০২৫ ও বিভাগীয় প্রধান, মার্কেটিং বিভাগ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের শুরুতে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, তিনদিন ব্যাপি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ পর্ব আজকে সফলভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সকলের সহযোগিতা ও সুপরামর্শে কলেজের কিছু সমস্যা সমাধান করতে পেরেছি। আমি ছাত্র নেতৃবৃন্দদের কাছে অনুরোধ জানাচ্ছি হোস্টেলে যাতে কোন ধরনের নেশা বা অনৈতিক কোন কার্যকলাপ না ঘটে সেদিকে খেয়াল রাখতে। ঘটলে আইনের আশ্রয় নেওয়া হবে। এছাড়াও কলেজের সবকিছু সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। অত্র অনুষ্ঠানের সভাপতি “প্রফেসর এস. এম. গিয়াস উদ্দিন” তার বক্তব্যের শুরুতে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আহ্বায়ক করায় অধ্যক্ষ স্যারের প্রতি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় যারা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে তাদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর অংশ হিসেবে ২০০ মিটার, ৪০০ মিটার দৌড় ,উচ্চ লাফ, দীর্ঘ লাফ অনুষ্ঠিত হয়। গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ (ছেলে ও মেয়ে) এবং মার্চপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি শুরুতেই বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বাঁধন সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সকল বিভাগ থেকে শিক্ষার্থীরা মার্চপাস্টে অংশগ্রহণ করেন। এরপর শুরু হয় ১০০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড় (স্বেচ্ছাসেবী সংগঠন – ছেলে ও মেয়ে) , ১০০ মিটার দৌড় (৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী – পুরুষ ও মহিলা), ১০০ মিটার দৌড় (ছাত্র নেতৃবৃন্দ), লক্ষ্যভেদ (শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ)।
উক্ত খেলাধুলা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৫ সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..