নড়াইলের লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দেওয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল ওই দোকান থেকে স্বর্ণ,রুপা, নগদ টাকাসহ আনুমানিক ৩ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সোনার দোকানের মালিক বুধবার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত স্বর্ণের দোকানের মালিক শহরের লক্ষ্মীপাশা এলাকা শান্তি স্বর্ণকার বলেন, ‘শরীর ভালো না থাকায় বুধবার (৮ জানুয়ারী) সন্ধ্যার পর দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আমার ধারণা গভীর রাতে অজ্ঞাত চোরের দল দোকানের পশ্চিম-দক্ষিণ পাশের দেওয়াল কৌশলে ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে স্বর্ণের ৩ জোড়া বালা, ৬০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। ভোরে এলাকাবাসী দোকানের দেওয়াল ভাঙ্গা দেখে দোকানের মালিককে
চুরির ঘটনা অবহিত করলে আমি সাথে সাথে দোকানে এসে চুরির ঘটনাটি জানতে পারি।
এ ঘটনায় বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি , তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..