সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইয়াবা ও হেরোইনসহ সেনাবাহিনার হাতে মাদক ব্যবসায়ী আটক-২ শরণখোলা উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক আয়োজনে বিজয় দিবস পালন। সা’দত কলেজ কর্তৃক বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মো. মিজানুর রহমান খোকন চৌধুরী আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ব্রাইড এর পহ্ম থেকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি

শরণখোলা উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক আয়োজনে বিজয় দিবস পালন।

মোঃ কবির হোসেন কিবরিয়া (বাগেরহাট) শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

শরণখোলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলার পৃথক পৃথক আয়োজনের মধ্য দিয়ে শরণখোলায় আজ মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রসাশনঃ আজ ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কর্মসূচির মধ্যে রয়েছে,, শহীদদের স্মৃতিতে পুষ্পস্তাবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত, চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, ব্যাডমিন্টন খেলা, শহীদ মুক্তিযোদ্ধা ও আহত মুক্তিযোদ্ধা পরিবারদেরকে সংবর্ধনা প্রদান,আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি।

জামায়াতে ইসলামীঃ শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে আজ সকাল ১০:০০টায় উপজেলা শহিদ মিনার চত্বর থেকে বিজয় রেলি শুরু হয় রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে রায়েন্দা পাঁচ রাস্তার মোড় আল আরাফা ব্যাংক চত্বরে এসে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি ,মাতৃভাষা কলেজের সহকারী অধ্যাপক জনাব কামরুল ইসলাম মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরণখোলা মোড়লগঞ্জ,( বাগেরহাট -৪) সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ আব্দুল আলিম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব মাওলানা মোস্তফা আমীন, উপজেলা জামাতের সাবেক সভাপতি জনাব ডাক্তার ফজলুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য জনাব ওবায়দুল হক সেলিম, খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মাওলানা জাকির হোসাইন, রায়েন্দা ইউনিয়ন সভাপতি জনাব মাওলানা মনিরুজ্জামান, সাউথখালী ইউনিয়ন সভাপতি জনাব মাওলানা মোশারফ হোসেন, ধানসাগর ইউনিয়ন সভাপতি জনাব মাস্টার আলী আহম্মদ।
এছাড়াও বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ও বাগেরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মাওলানা সারোয়ার হোসেন বাদল। আরো বক্তব্য রাখেন স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা বলেন,,
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ ভারতের কাছে ইজারা দেয়া হয়নি । একটি গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশকে দখল করার পায়তারা করছে ভারত, তাদের সে দুঃস্বপ্ন কখনোই বাংলার তৌহিদী জনতা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ভারতের পরাধীনতার গ্ৰাসে পরিণত হবে না কখনোই, হতে দেয়া যাবে না।
ভারতের অপশক্তিকে রুখে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতার গণ আন্দোলনে ভারতের আজ্ঞাবহ আওয়ামী স্বৈরশাসক এর পতনের পর বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই স্বাধীনতাকে ধরে রাখতে বাংলার সকল ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, প্রয়োজনে দেশের জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার জীবন দেব তবুও এদেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবো ইনশাআল্লাহ ।

জাতীয়তাবাদী দলঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় দিবসকে কেন্দ্র করে তার অঙ্গ সংগঠনসমূহ শহীদের স্মৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন এবং আলোচনা সভা সহ দোয়া মোনাজাতে আয়োজন করেন।
শরণখোলা উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব নজরুল ইসলাম লাল ও সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত এর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহ আজ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তাবক ও অর্পণ করেন ও রেলি প্রদর্শন করেন এবং উপজেলা অফিসে আলোচনা সভা ও বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সভা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ রেখে দেশের উন্নয়নের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাজ করতে বলেন। ভবিষ্যতে কোন স্বৈরশাসক যেন এই দেশে আসন গেড়ে বসতে না পারে সেই লক্ষ্যে সকল নেতাকর্মীকে মাঠে ময়দানে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে উদ্বুদ্ধ করেন নেতৃবৃন্দ।

ইসলামিক ফাউন্ডেশনঃ শরণখোলা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে আজ সকাল ৯:০০ টায় শহীদদের স্মরণে খতমে কুরআন ও দোয়া মোনাজাত পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শরণখোলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল হাদী আকুঞ্জি এর সভাপতিত্বে এবং মোঃ কবির হোসেন কিবরিয়ার পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোশারফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন, মাওলানা সারোয়ার হোসেন বাদল, জনাব মাওলানা মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ আরাফাত হোসাইন।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা ও ২০২৪ এর জুলাই বিপ্লব আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন, জনাব মাওলানা ইব্রাহিম হোসাইন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..