লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় মিষ্টি বিতরণ
শরিফুজ্জামান, স্টাফ রিপোর্টার :
নড়াইলের লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপি ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যায় ৮নং ওয়ার্ড পৌর বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হিরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আকতার হোসেন মোল্যা, ৮নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মল্লিক সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।